ফুলবাড়ীতে আমনের আবাদে রোগের প্রাদুর্ভাব।



কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান মৌসুমে আমন চাষাবাদে আপদ যেন পিছু ছাড়ছে না কৃষকের। জমিতে চারা রোপনের সময় খরা। চারা রোপনের পর বন্যা। বানের রেশ কাটতে না কাটতেই এখন আবার কৃষকের আমন ধানের খেতে দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব। ফসল বাঁচাতে ধানের খেতে প্রতিষেধক স্প্রে করে নিচ্ছেন ধান চাষিরা। হঠাৎই ধানের খেতে রোগের প্রকোপ নোটিশ দেয়ায় কৃষকের ভাগ্যে পড়েছে চিন্তার ভাঁজ। 
উপজেলার নানারকম এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলমান মৌসুমে আমনের খেতে মাজরাপোকা, পল্লব মোড়ানো, খোলপঁচা, খোলপড়া সহ ছত্রাক জনিত রোগের প্রাদুর্ভাব নোটিশ দিয়েছে। রোগ নিবারণে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের খেতে ওষুধ স্প্রে করছেন অনেকে। ধানের খেতে রোগের হানায় এবারে অত্যাধিক খরচ করার জন্য হলো বলে জানিয়েছেন ধান চাষিরা। পাশাপাশি কাঙ্খিত ফলন পেয়ে যাবেন কিনা তা নিয়ে ডর জেগেছে কৃষকদের মনে।

উপজেলার শাহ বাজার এলাকার কৃষিজীবী নজরুল ইসলাম জানান, উনি চলতি আমন মৌসুমে ৮ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। জমিতে চারা রোপনের পর ১ম ও ২য় দফায় সার প্রয়োগ করেছেন। ধানের খেতে আগাছা পরিষ্কার করার জন্য দু'বার নিড়ানিও দিয়েছেন। গভীর পরিচর্যায় তাঁর আমনের খেতে ওঠছে সবুজের ঢেউ। অথচ খেত দেখতে গিয়ে মন ভালো না হলো তাঁর। দিনের পর দিন পরিশ্রমী  পরিশ্রমের ফলে বেড়ে উঠা খেতে নোটিশ দিয়েছে ছত্রাক তার সাথে পোকার হানা। তিনি বলেন ' আমার প্রতিটি খেতে ছত্রাক, খোলপঁচা ও মাজরাপোকা হানা দিয়েছে। সবুজ খেত দিনে দিনে নিস্তেজ হচ্ছে। ক্ষেতের ফসল বাঁচাতে প্রতি বিঘাতে ৫০০-৬০০টাকা খরচ করে ঔষধ স্প্রে করে নিচ্ছি। পোকার হানায় খেতের ফলন নিয়ে চিন্তায় আছি'।

বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি এলাকার কৃষিজীবী রবিউল ইসলাম রবি বলেন, 'এবার আমন মৌসুমের চালু থেকেই আরম্ভ হয়েছে আপদ। খরা-বন্যার ধকল সমাপ্ত থেকে না হতেই খেতে নানা রোগ দেখা দিয়েছে। খেতের ফসল বাঁচাতে জমিতে ঔষধ স্প্রে করে নিচ্ছি। ভাগ্যে কি রয়েছে আল্লাহ্ জানে'।

ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের চাষি আনোয়ারুল হক বলেন,' আমি ৩ বিঘা জমিতে ধান আবাদ করেছি। আর কয়েকদিন পর ধানখেতে শীষ বের হবে। এরূপ টাইম খেতে মাজরাপোকা ধরেছে। খেতের অনেক ধানগাছ পোকায় কেটেছে। পোকা দমনে ওষুধ স্প্রে করছি। পোকা মারতে পর্যাপ্ত টাকা ব্যয় করতে হচ্ছে। এত ব্যয় করে আবাদে লাভের সম্ভাবনা দেখছিনা'।

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার অস্বাভাবিক তারতম্য লক্ষ্য যাচ্ছে। এমন আবহাওয়ার কারণে চলতি আমন মৌসুমে ধানের খেতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নোটিশ দিয়েছে। ধানের খেতের রোগ দমনে কৃষকদের দরকারী পরামর্শ দেওয়া হচ্ছে।
(তথ্য ও ফটো সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন