ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া অদম্য মেধাবী শিক্ষার্থী রিফার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন যখন অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন তার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা।
বিভিন্ন গণমাধ্যমে রিফার আর্থিক সংকটের খবর প্রকাশিত হওয়ার পর, রংপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে তার সহায়তায় এগিয়ে আসেন। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে রিফার হাতে আর্থিক অনুদান তুলে দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক। এ সময় ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদীন (মাষ্টার)-ও উপস্থিত ছিলেন।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, "রিফা শুধু তার পরিবারের নয়, গোটা জাতির সম্পদ। তার মেধা ও পরিশ্রমের ফসল যেন অর্থাভাবে অঙ্কুরেই বিনষ্ট না হয়, সেই লক্ষ্যেই আমরা সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।" তিনি সমাজের বিত্তবানদেরকেও রিফার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মাওলানা মোঃ এনামুল হক বলেন, "জামায়াতে ইসলামী সব সময় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। রিফার উজ্জ্বল ভবিষ্যৎ কামনাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত রিফা জামায়াতের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনাদের এই সাহায্য আমার স্বপ্ন পূরণে নতুন আলো দেখিয়েছে। আমি মন দিয়ে পড়াশোনা করে দেশের সেবা করতে চাই।
উল্লেখ্য, রিফা খাতুন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক মহদীপুর গ্রামের মৃত বজলুর রশীদের মেয়ে। তিন বোনের মধ্যে রিফা সবার ছোট। তার বড় দুই বোনের বিয়ে হয়েছে।
রিফা চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তবে তার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। জামায়াতে ইসলামীর এই সহায়তায় রিফার উচ্চশিক্ষার পথ প্রশস্ত হলো।
একটি মন্তব্য পোস্ট করুন