দেড় বছর পর আবারও বাঘ এসেছে রংপুর চিড়িয়াখানায়।

উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:

রংপুরের সেরা বিনোদন উদ্যান চিড়িয়াখানায় যুক্ত হলো নিউ দুইটা বাঘ।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটার দিকে চট্টগ্রাম হতে দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছায়। এরমধ্যে একটি বাঘিনী রয়েছে। দেড় বছরের বেশি সময় ধরে বাঘ  ছিল রংপুর চিড়িয়াখানা।


বিষয়টি শিওর করে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবার আলী তালুকদার বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুইটা বাঘ রংপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে। এদের বয়স আড়াই থেকে তিন বছর। বাঘ দুইটা রয়েল বেঙ্গল টাইগার। এদের নাম এখনো রাখা হয়নি।


আমবার আলী এরকম বলেন, এর শুরুতে ২০২২ বছরের ৪ ফেব্রুয়ারি রাতে রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী 'শাওন' মারা যায়। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়েছিল। শাওনের উৎপত্তি হয়েছিল ২০০৩ বছরের ৩০ জুন। মৃত্যুর সময় তার বয়স হয়ে গিয়ে ছিল ১৮ বছর ৭ মাস। 


রংপুর চিড়িয়াখানার ইজারাদার (গেইট) হযরত আলী বলেন, দীর্ঘদিন বাঘ নিঃশেষ ছিল চিড়িয়াখানা। দর্শনার্থীরা এসে বাঘের নোটিশ না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেন। আজকাল বাঘ আসায় দর্শনার্থী বাড়বে বলে প্রার্থনা করছি।


প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি প্রস্তুত করে ওঠে। এটা দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটি।

Post a Comment

নবীনতর পূর্বতন