মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ইভটিজিং, বখাটে ব্যক্তি আটক!



​রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয় জনতা হাতেনাতে একজন বখাটে ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে আজ, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ইং সকালের দিকে।

​জানা যায়, আজ সকালে বড়বালা ইউনিয়নের এক স্কুলছাত্রী ছড়ানে স্কুলে যাওয়ার পথে বখাটে ব্যক্তিটি তার পথ আটক করে তাকে ইভটিজিং করার চেষ্টা করে। এতে ভীত হয়ে ছাত্রীটি চিৎকার শুরু করলে আশেপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে আসেন।

আটককৃত বখাটে ব্যক্তি মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়নের সাহালামপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

​স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে ওই বখাটে ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাকে ১১নং বড়বালা ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ সেখান থেকে বখাটে ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।



Post a Comment

নবীনতর পূর্বতন