বদরগঞ্জে চেতনানাশক স্প্রে করে মাদ্রাসার উপাধ্যক্ষের বাড়িতে চুরি, গ্রাম পুলিশসহ আটক ২



রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের "গুঠিবাড়ি ফাজিল মাদ্রাসার" উপাধ্যক্ষ জনাব, মাওলানা মোঃ নজরুল ইসলামের বাড়িতে গত (২২ আগস্ট ২৫ইং) একটি চুরির ঘটনা ঘটে। উপাধ্যক্ষ জনাব, মাওলানা মোঃ নজরুল ইসলামের বাড়ি রংপুরের বদরগন্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের দক্ষিণ কচুয়াগ্রাম। 

জানা যায়, গত (২৫ আগস্ট ২৫ইং) উপাধ্যক্ষের বাড়িতে রাতের খাবারের পর সবাই ঘুমিয়ে পড়ে। বাড়ির সকল মানুষ ঘুমিয়ে পড়ার মধ্যে চোর চক্রের সদস্যরা চেতনার নাশক মেডিসিন স্প্রে করেন। 

এ-কারনে ওই বাড়ির সকল মানুষ গভির অচেতন হয়ে পড়েন। এই সুযোগে চোর চক্রের সদস্যরা ওই বাড়িতে থাকা নগদ টাকা, টিভি, স্বর্ণালংকার, কাপড় সহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়। 

উল্লেখ্য, মাওলানা মোঃ নজরুল ইসলাম "দক্ষিণ কচুয়া জামে মসজিদের সম্মানিত ইমাম। মসজিদের সংস্কার কাজের বেশ কিছু নগদ টাকা তাঁর বাড়িতে ছিলো। সেগুলোও চুরি হয়ে গেছে। 
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি (মামলা) করেন ভুক্তভোগী পরিবারটি। 

ঘটার বেশ কয়েক দিন পেরিয়ে গেলে চুরি করা "টিভি" চোর চক্রের সদস্যরা বিক্রি করতে গেলে বিষয়টি জানাজানি হয়। 
ভুক্তভোগী পরিবারের লোকজন, টিভি বিক্রির সূত্র ধরে 
রবিবার, (৭ সেপ্টেম্বর, ২০২৫) ওই চোর চক্রের দুজন সদস্যকে আটক করে, এদের মধ্যে একজন ১১নং বড়বালা ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ মনারুল ইসলাম। অন্য জনের নাম মোঃ হাবিবুর রহমান।

আটকের খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আটকের একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এমন জঘন্য ঘটনায় জড়িত থাকার জন্য একজন গ্রাম পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।

​পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।



Post a Comment

নবীনতর পূর্বতন