রংপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আটক-৪

উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুরে চুরি হয়ে হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সেইম সাথে ওই মোটরসাইকেল চুরির মামলায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালবেলা নগরীর নুরপুর অঞ্চল হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ছোট নুরপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান পিথিল (২০), সুবিশাল নুরপুর এলাকার আব্দুস অভিবাদন শেখের পোলা মোহাম্মদ আলী শেখ (২১), দক্ষিণ গুপ্তপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রবিন (২৫) এবং নুরপুর এলাকার শামসুল আলমের ছেলে আসাদুল ইসলাম আসিফ (২৪)।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালবেলা কোতয়ালী থানা এলাকার ঠিকাদারপাড়ার মঞ্জুরুল মাস্টারের বাড়ির সম্মুখে হতে তিনজন চোর একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক রুবেল ইসলাম উপজেলায় ১টি মামলা দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ নজরদারি করে আসামিদের শনাক্ত করেন। পরে বুধবার নগরীর নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

ওসি মাহফুজার রহমান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা স্বেচ্ছায় আদালতে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছে। পরে কোর্ট তাদের কয়েদ কয়েদে পাঠিয়েছে এদের সিন্ডিকেট পুরো বাংলাদেশে বিদ্যমান এদের গড ফাদার দের বিধানের আওতায় আনার আহবান বলা হলো।

(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন