উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:
পুলিশের শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এক বিধবার বাড়িতে তল্লাশির সময় বাবু (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল বেলা বেলা সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর মাহমুদপুর আদিবাসীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক বাবু থানা বিনাইল ইউনিয়নের চাপড়া বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সুব্রত কুমার রাষ্ট্রশাসক বংশ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, শনিবার প্রভাতে হাবিবপুর আদিবাসীপাড়ার এক বিধবা মহিলার বাড়িতে ছয় যুবক ডিবি পরিচয়ে তল্লাশি চালু করেন। এসময় কয়েকটি বুঝে ওঠার পূর্বেই ওই নারীকে বেধড়ক মারধর করেন তারা। এক সিচুয়েশনে ওই নারীর বাবাকেও নিপীড়ন শুরু করলে ফোনে বিরামপুর থানাকে ব্যাপারটা জানিয়ে দেন ভুক্তভোগী। পরে পুলিশ গিয়ে বাবুকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।
নির্যাতনের শিকার নারী বলেন, প্রতিদিনের মতো ভোরে বাড়িতে কাজ করছিলাম। অকস্মাৎ মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক এসে ডিবি পরিচয়ে বাড়ি তল্লাশি চালু করে। কিছু বুঝে ওঠার পূর্বেই আমাকে লাঠিচার্জ করে। এসময় আমার বাবাকেও উপদ্রব চালু করে। তাদের এরূপ আচরণ দেখে হলে উপজেলা পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে বাবু নামে একজনকে আটক করে।
(তথ্য সূত্র সংগ্রহীহ)

একটি মন্তব্য পোস্ট করুন