বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির সময় আটক পাঁচ যুবক

উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:


দিনাজপুরের বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির টাইমে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার  দিনগত রাত্রিতে থানার চৌধুরীহাট বালাপুকুর করবস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-শেরপুরের নারায়ণখোলা বাজার উদ্দেশ্য ও লক্ষ্য গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লালচাঁন (৩০), বাবর হোসেনের পোলা আব্দুস সোবহান সফু (২৮), মৃত সাবেদ আলীর পোলা মো. ফরিদ হোসেন শেখ ফরিদ (২৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলিনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. সেরাজুর ইসলাম  সিরাজুল ইসলাম (২৭) ও সদর উপজেলার অষ্টধর গ্রামের তামিজ উদ্দিন  আজিজুল ইসলামের ছেলে মো. দেলোয়ার হোসেন বাবু (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন জানান, কয়েকদিন ধরে দিনাজপুরের বীরগঞ্জ, ঘোড়াঘাট, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও পঞ্চগড়ের একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে এরিয়ায় ডর ছড়িয়ে পড়ে।

তিনি এরকম জানান, পাঁচ আসামির ভিতরে প্রাইমারি জিজ্ঞাসাবাদে তিন  স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বিকেলে তাদের কোটে চালান করা হয়েছে।


এ সময়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. আব্দুর রাজ্জাক, ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহীন, তদন্ত অফিসার মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন