উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ
রংপুরের মিঠাপুকুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সংখ্যা ফেনসিডিল ও গাঁজা শায়েস্তা করেছে র্যাব। অভিযানে ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রভাতকালে এই অভিযান পরিচালনা করা হয়।
রংপুরের র্যাব জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর থানার বলদিপুকুর এরিয়ায় ১টি নিশান এসইউভি জিপ গাড়িতে অভিযান চালায় র্যাবের বিশেষ টিম। এ টাইম ওই গাড়ি থেকে করা হয় ৮০ কেজি ৯০০ গ্রাম গাজা। গ্রেফতার করা হয় ৩ মাদক কারবারিকে।
তারা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার গজেরকুটি এলাকার আশরাফুল ইসলাম (৩৮), পাবনা সদরের দিলালপুরের সম্রাট হোসেন (২৮) ও চাটমোহরের কমিউনিটি বাজার এলাকার আশিস কুমার(২৩)। মাদক বহনকারী জিপ গাড়িটিও জব্দ করেছে র্যাব। উনি এইরকম বলেন, আটককৃত তিন মাদক কারবারি সীমান্ত এলাকা হতে ব্যবসার উদ্দেশে গাড়িতে করে মাদক নিয়ে যাচ্ছিল। তাদের নিকট হতে গুরুত্ত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা পরের অভিযানে সহায়ক হবে।
একটি মন্তব্য পোস্ট করুন