দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

 উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:


রাষ্ট্রের ১৯ অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এইজন্য এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নং সতর্ক সংকেত দেখাতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত রাষ্ট্রের ইন্টারনাল নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ ইনফরমেশন জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার তার সাথে সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে জানানো হয়েছে।

এদিকে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত্রিতে আবহাওয়া সবশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি হতে ভারি বর্ষণ থেকে পারে।

(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন