নিজস্ব প্রতিনিধি,মোঃ আখলাক মিয়া:
রংপুরের মিঠাপুকুর থানায় পরিমানে অকটেন ইউনিটে ১০ লিটারে ১৩০ মিলিলিটারে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সকাল ১১টায় উপজেলার শঠিবাড়িতে ড্রিম প্লাস ফিলিং স্টেশনে নালিশের ভিত্তিতে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জরিমানা করেন।
জানা যায়,উপজেলায় প্রতিষ্ঠিত ড্রিম প্লাস ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের তেল কম দিয়ে আসছেন। এরূপ অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তাসহ ১টি দল অভিযান পরিচালনা করেছেন। বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক আলমাস মিয়া জানান-পরিমানে তেল কম দেওয়ার অভিযোগে সকাল বেলা বেলা ১০টায় পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। ওই স্থান ১০ লিটার অকটেন পরীক্ষা করে ১৩০ মিলিলিটার কম পাওয়া যায়।এ ব্যপারে মিঠাপুকুর উপজেলা অ্যাসিসটেন্ট কমিশনারকে পরিচিত করা হয়।
সহকারী কৃষিখেত কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন-বিএসটিআইয়ের অভিযানে তেল কম পাওয়ার নালিশ পাওয়া হয় পরবর্তীতে প্রচলিত নিয়মের ধারানুুযায়ী জরিমানা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন