নিজস্ব প্রতিনিধি,মোঃ আখলাক মিয়া:
রংপুরে ছাত্রীনিবাসের ছাদ থেকে লাফ দিয়ে খাতুন (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার প্রভাতকালে নগরীর খামার তাবলীগ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
কল্পনা দিনাজপুরের পাবর্তীপুর থানার হরিরামপুর গ্রামের মোক্তারুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, বদরগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র ছিল। খামার তাবলীগ মসজিদ সংলগ্ন স্বপ্ননীড় ছাত্রীনিবাসে হতে লেখাপড়া করত সে। আজ প্রভাতকালে ৫তলা বিশিষ্ট ভবনের ছাদ থেকে কল্পনা ঝাঁপ দিলে সাংঘাতিক আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ক্লিনিকে নিয়ে যাওয়ার রাস্তায় তার মরণ হয়।
কোতয়ালি উপজেলার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, ওই স্টুডেন্টের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন