নিজস্ব প্রতিনিধি,মোঃ আখলাক মিয়া:
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সংঘটিত হয়েছে। রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে বুধবার সংঘটিত পৃথক এ খেলায় মিঠাপুকুর উপজেলার দুটি বিদ্যালয়ের ছেলে ও ভদ্র মেয়ে ফুটবল দল রংপুর জেলা চ্যাম্পিয়ন হয়।
দলদু’টি মিঠাপুকুর থানা সিচুয়েশনে চ্যাম্পিয়ন হয়ে রংপুর জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে, জেলা চ্যাম্পিয়নের প্রাইজ অর্জন করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের বখশিশ তুলে দেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।
তালিমগঞ্জ দেশীয় প্রাথমিক বিদ্যালয় ছেলে ফুটবল দল (চ্যাম্পিয়ন)। ছবি- এম২৪নিউজ
দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু গোল্ডকাপের রংপুর জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মিঠাপুকুর থানার তালিমগঞ্জ দেশীয় প্রাথমিক স্কুল বনাম পীরগাছা উপজেলার রহমতচর রাষ্ট্রীয় প্রাইমারি বিদ্যালয়।
অপরদিকে, বিকাল সাড়ে ৩টায় বঙ্গমাতা গোল্ডকাপের খেলায় অংশগ্রহণ করে মিঠাপুকুর উপজেলার পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রংপুর সিটি করপোরেশন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্ষুদে ফুটবলারদের নান্দনিক খেলায় মিঠাপুকুর উপজেলার পাইকান রাষ্ট্রীয় প্রাথমিক স্কুলের মেয়েরা ৪-০ গোলে রংপুর সিটি করপোরেশন চন্ডিপুর সরকারি প্রাইমারি বিদ্যালয়কে হারিয়ে রংপুর জেলা চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, মিঠাপুকুর উপজেলার তালিমগঞ্জ রাষ্ট্রীয় প্রাইমারি বিদ্যালয় ৩-১ গোলে পীরগাছা থানার রহমতচর রাষ্ট্রীয় প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে পাইকান সরকারি প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার রুনা জেলা অবস্থায় মেক্সিমাম ৮ গোল করে সর্বসেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাইমারি স্কুল টুর্নামেন্টকে ঘিরে এদিন স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। খেলা-ধুলা উপলক্ষে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, এলাকার জনপ্রতিনিধি তার সাথে ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
পাইকান সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি ও ইউপি মেম্বার খোরশেদ আলম জানান, এই আয়োজনের মাধ্যমে তৃণমূল সিচুয়েশনে ভাল খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি বিশেষ প্রবৃত্তি বৃদ্ধি পাবে। বিভাগীয় পর্যায়ের খেলায় তাদের স্কুল ভাল করবে বলেও উনি প্রার্থনা পোষণ করেন।
পাইকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা আলতাফুন নাহার বলেন, আমি এই স্কুলে গত এপ্রিল মাসে যোগদান করেছি। ঈষৎ টাইমের ভিতরে এই অর্জনে আমি সত্যি আবেগ আপ্লুত। আমরা জাতীয় পরিস্থিতিতে খেলতে চাই। এইজন্য সকলের আগ্রহ সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল হাসান বলেন, মিঠাপুকুর উপজেলার দুইটা বিদ্যালয় রংপুর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। এই অর্জন আমাদের জন্য গর্বের। আমি ইতিমধ্যে থানা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসনের পক্ষ হতে অতীব শিঘ্রই খেলোয়াড়দের সংবর্ধনা ও পুরস্কৃত করা হবে।
চ্যাম্পিয়ন, ছেলে ও মেয়ে, ফুটবল দল, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের, মিঠাপুকুর, রংপুর জেলা।
একটি মন্তব্য পোস্ট করুন