মিঠাপুকুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুরের মিঠাপুকুর থানায় পুলিশের 'ওপেন হাউজ ডে' ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।পুলিশের সার্ভিস জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই  ‘ওপেন হাউজ ডে’ সংঘটিত হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর, ২০২৩) সন্ধায় উপজেলার ১১নং বড়বালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ তরিকুল ইসলাম, এক্সট্রা পুলিশ সুপার, রংপুর।

১১নং বড়বালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ তারিকুল ইসলাম সরকার (স্বপন) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ মুস্তাফিজুর রহমান,অফিসার ইনচার্জ মিঠাপুকুর থানা, রংপুর।

ওসি তার বক্তব্যে বলেন, আমরা পুলিশরা, সমাজকে বেশ ভালো করে সাজাতে দিন-রাত খাটনি করে যাচ্ছি। সাধারণ জনগণ পুলিশের কাছে যে কোন বিষয় নিয়ে গেলে বিষয়টিকে আমরা গুরুত্বের সাথে গ্রহণ করে থাকি।  মাদক, চুরি, ডাকাতি, ইভটেজিং, বাল্যবিবাহ  সহ নানারকম বিষয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

বক্তব্য রাখেন, মোঃ নুর আলম সিদ্দিক,পুলিশ পরিদর্শক (তদন্ত) (মিঠাপুকুর থানা),রংপুর।

বক্তব্য রাখেন, মোঃ ফারুক হোসেন, সভাপতি, ছড়ান হাট বাজার ব্যবসায়ী কার্যনির্বাহক সমিতি ।

বক্তব্য রাখেন, মোঃ জাহিদুর রহমান রাজী,শিক্ষক ও সভাপতি, ১১নং বড়বালা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি। 

শুভেচ্ছা বক্তব্যে, বড়বালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ তারিকুল ইসলাম রাষ্ট্রশাসক বিভাগ স্বপন বলেন,  সোশাল অবক্ষয় রোধে, অভিভাবকদেরকে সচেতন থেকে হবে । প্রতিনিয়ত সন্তানের খোঁজ খোজ-খবর রাখার জন্য হবে । সন্তাননা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, আশ্চর্য আচরণ করছে কিনা  ইত্যাদি নজরে রাখার জন্য হবে।

তিনি আরো বলেন, সমাজকে অনেক ভালো করার জন্য , দুর্নীতিমুক্ত করতে , মাদক মুক্ত করার জন্য পুলিশকে হেল্প করতে হবে সকলকে ।

এসময়, সভায় উপস্থিত থাকা  সাধারণ জনতা খন্ড-খন্ড বিভিন্ন অভিমত তুলে কল্পনা করেন ।

অনুষ্ঠানে এক্সট্রা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম

তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে ইনফরমেশন দিয়ে সাহায্য করে নির্ভুল পরিসেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের ভৃত্য হয়ে অলওয়েজ পাশে থেকে কাজ করছে।

তিনি এইরকম বলেন, মাদকের সাথে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য নিমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সমাজ পুলিশিং নেতৃবৃন্দসহ নানারকম শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন