রাজীবপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থানীয়দের মানববন্ধন

উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক

কুড়িগ্রামের চর রাজিবপুর থানার কোদালকাটি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন করেছে কয়েক শত স্থানীয় বাসিন্দা।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী বল্লব পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের পূর্বতীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এসময় কথনীয় রাখেন, রাজীবপুরের সাদাকাত হোসেন মহৎ বিদ্যালয়ের সভাপতি অাবু সাঈদ মধু, ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম, চর সাজাই পেশ মাদ্রাসার অ্যাসিসটেন্ট টিচার অামিনুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম সহ প্রবাহিনী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকগন ও স্থানীয়রা।


মানববন্ধনে রাজীবপুরের সাদাকাত হোসেন উচ্চ স্কুলের সভাপতি অাবু সাঈদ মধু বলেন,  কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী বল্লব পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫টি বসত থাকার জায়গা সহ কমপক্ষে ৩০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অামরা ভাঙন রোধে কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।


চর সাজাই দাখিল মাদ্রাসার সহকারী গুরু অামিনুর রহমান বলেন, কোদালকাটি ইউনিয়নের অসংখ্য বসত ভিটা, আবাদি জমি, কোদালকাটি বাজার, কোদালকাটি প্রাইমারি বিদ্যালয়, কোদালকাটি শ্রেষ্ঠ বিদ্যালয়, কোদালকাটি বালিকা শ্রেষ্ঠ স্কুল সহ কোদালকাটি ইউনিয়ন পরিষদ ব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ফাস্ট ভাঙন ঠেকাতে না পারলে কোটি কোটি ধনের ধনদৌলত ক্ষতিগ্রস্ত হতে পারে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হয়ে জামালপুর পল্লী বিদ্যুতের পিলার পানিতে পরে গিয়ে কোদালকাটি ইউনিয়নের কয়েকটি গ্রাম তড়িৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে।

(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন