উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পুলিশের অভিযানে নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা শিয়ালকান্দা এলাক হতে কুখ্যাত মাদক কারবারি মো: মিজানুর রহমান (৫০) কে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার পুলিশ পর্যবেক্ষক তদন্তের নেতৃত্বে চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র এক্সট্রা পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, সততা, নিষ্ঠার সাথে আমাদের পুলিশ মেম্বাররা জটিল খাটনি করে এসব মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, সামাজিকভাবে সকলকেই এগিয়ে আসার আবদার করছি।
(তথ্য সূত্র সংগ্রহীত)
একটি মন্তব্য পোস্ট করুন