আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

 উত্তরবাংলা ২৪বিডি ডেস্কঃ

ডিম আমদানির পারমিশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-চিস গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম কর্পোরেশন, বিডিএস কর্পোরেশন ও মেসার্স জুনুর ট্রেডার্স। নিউ করে এইরকম ছয়টি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ছয় কোটি ডিম আমদানির পারমিশন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ইনফরমেশন ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বিষয়টি শিওর করেছেন।

তিনি জানান, নতুন করে ছয়টি প্রতিষ্ঠানকে (প্রত্যেককে এক কোটি) ছয় কোটি ডিম আমদানির সম্মতি দেয়া হয়েছে।

ডিম আমদানির সম্মতি পাওয়া ইন্সটিটিউটগুলো হলো-চিস গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম কর্পোরেশন, বিডিএস কর্পোরেশন ও মেসার্স জুনুর ট্রেডার্স।

গত সোমবার চার কোটি ডিম আমদানির সম্মতি দেয় সরকার। সেই সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাজার মনিটরিং করে যদি দেখা যায় ৪ কোটি ডিম আমদানির পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে চলেছে না, তাহলে আরও আমদানির সম্মতি দেয়া হতে পারে।

ডিম আমদানিতে কিছু শর্ত দেয়া হয়। সেগুলো হলো-

১. এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু-মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে।

২. আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক রাষ্ট্রের  কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ পেশ করতে হবে।

৩. নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না।

৪. রাষ্ট্রের আদার্স বিধি–বিধান প্রতিপালন করার জন্য হবে।

উল্লেখ্য, গত মাসের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম সিলেক্ট করে দেয়। মন্ত্রণালয়ের হিসাবে সাড়ে ১০ টাকা   হচ্ছে। আর খুচরা পর্যায়ে বিক্রির জন্য ১২ টাকা মূল্য সিলেক্ট করা হয়। কিন্তু খুচরা অবস্থায় এই দামে বিক্রি হচ্ছে না বলে ভোক্তা কর্তৃত্ব সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শনে উঠে আসে। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির সম্মতি প্রদান করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যতক্ষণ খুচরা অবস্থায় ডিমের ভ্যালু ১২ টাকায় নিশ্চিত করা না যাচ্ছে, সে পর্যন্ত ডিম আমদানির অনুমতির এই কার্যক্রম প্রচলিত থাকবে। উনি বলেন, এইরকম ডিম আমদানি হতে পারে এরূপ আশ্বাসের কারণে অনেক আমদানিকারক ডিম আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করছে।

উল্লেখ্য, বাংলাদেশে দৈনিক ডিমের চাহিদা ৪ কোটি।


(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন