ছড়ান নিউজ২৪ ডেস্ক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিক ও ফেডারেশনের কর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রব্বানী। তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল এবং মিঠাপুকুর উপজেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান শিমুল। বক্তারা শ্রমিকদের কল্যাণে ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিঠাপুকুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু জাহের নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও শ্রমিকদের অধিকারের বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষা করা সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমিক ও ফেডারেশনের কর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন