বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবীতে : কুড়িগ্রামে উকিলদের অবস্থান কর্মসূচি পালিত

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী  ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিট অবস্থান কর্মসূচি পালন করে।

বুধবার (১১ অক্টোবর ২০২৩) সকাল বেলা কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মুখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চেষ্টায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট বজলুর রশিদ, অ্যাডভোকেট মাহবুবা আক্তার জাহান চুমকি, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট তারিকুর রহমান প্রমুখ।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবী জানানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন