ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশাকে আটক করেছে থানা পুলিশ।

উত্তর বাংলা ২৪বিডি ডেস্ক


ভূরুঙ্গামারীতে জিনের বাদশা সেজে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতে আসলে ১টি নকল স্বর্ণের মূর্তিসহ এক ভণ্ড কে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের দুই  গ্রাম পুলিশ। আটককৃত ব‍্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। উনি গাইবান্দার গোবিন্দগঞ্জ থানার মারিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ অক্টোবর ) সন্ধ্যায় থানার চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজারের সাইডের ১টি নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামন থেকে ওই ব‍্যক্তিকে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ । পরে তার কাছ হতে সোনার আবরণে ১টি নকল মূর্তি উদ্ধার করে তাকে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে জমা দেয়।

ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আটককৃত ব‍্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী খয়েরী বেগম কে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দিত এবং তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন করতো ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের সাহায্যে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।

প্রতারক চক্রের ওই সদস‍্য গায়েবি ধনদৌলত দেওয়ার কথা বলে আজকে সোনার আবরণের ১টি পিতলের নকল মূর্তি দিয়ে এক লক্ষ নিতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের সাইডের নূরানী হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে আসে। ঐ লোক সন্ধ্যায় বাজারে ঘুরাঘুরি করতে দেখে সংশয় হলে গ্রাম পুলিশ আবদুল হাকিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভণ্ড হিসেবে স্বীকার করে। পরে স্থানীয়  লিটন মিয়ার সাহায্যে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে থানা পুলিশকে সংবাদ দিলে রাতেই থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, সংবাদ পেয়ে রাতেই চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসা হয় এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Post a Comment

নবীনতর পূর্বতন