উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত সফরে গিয়ে নিজের হাতে ইলিশ-পোলাও রান্না করে স্বজনদের মাঝে পরিবেশন করে রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতের রান্না করা খাবার খেতে পেরে উচ্ছ্বসিত তার প্রিয়জন ও শেখ ফেমেলির সদস্যরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাত্রিতে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে নিজের হাতে ইলিশ-পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, দুই দিনের পার্সোনাল সফরে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালবেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ছোটবোন শেখ রেহানা ও তার ফেমেলির মেম্বাররা সাথে ছিলেন। বিকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যান শেখ হাসিনা।
সেখানে প্রিয়জন ও শেখ ফেমেলির মেম্বারদের জন্য নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী। সেই খাবার সবার মাঝে নিজ হাতে পরিবেশনও করেন। পরে সকলকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খান শেখ হাসিনা। এ ছাড়াও, টুঙ্গিপাড়া সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসকের পক্ষ হতে পাঠানো হয় খাবার।
প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ-পোলাওসহ খাদ্যের ম্যানুতে ছিল- গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল, প্রকারভেদ মাছসহ নানারকম মিষ্টান্ন।
এসময় উপস্থিত ছিলেন- শেখ ফেমেলির মেম্বার বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ ফেমেলির সদস্যরা।
এ ব্যপারে জানতে চাইলে টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজ হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাত্রিতে প্রধানমন্ত্রীর সাথে পাশাপাশি খাবার খেয়েছি। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আগামীতে টুঙ্গিপাড়ায় এসে আমাদের সাথে এভাবেই খাবার খাবেন, সেই প্রত্যাশা।
একটি মন্তব্য পোস্ট করুন