ধর্ম ডেস্কঃ
বাংলাদেশে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করার জন্য পারবেন। কিন্তু এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হতে হবে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক খবর সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশে অফিসিয়ালি সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এক মেসেজ সম্মেলনের অ্যারেঞ্জমেন্ট করা হয়।
এতে দেন বাংলাদেশে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান ও কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রিপারেশন ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি।
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবুও এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সে রাষ্ট্রের জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিদে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।
রাষ্ট্রদূত এরকম জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালন করা যাবে। এছাড়া কোনো এজেন্সির হেল্প ছাড়াই নুসুক অ্যাপে রেজিস্ট্রেশন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।
সৌদি রাষ্ট্রদূত জানান, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। তিনি সফরে এলে, সেটা হবে ইতিহাস সম্পর্কিত ঘটনা।
তিনি বলেন, সৌদি অভিবাসীকর্মীদের ভিসা ফি নেওয়া হয় না। তবে স্মার্টকার্ড প্রথমে দিলে ৯০ শতাংশ বিপদের সমাধান হবে। এছাড়া বাংলাদেশি সহযোগীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানিসহ টাকার অপচয় হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইবসার কর্মসূচির আওতায় আবরণ জেলার ৫০টি প্রকল্পের ৫০টি স্কুলে ৩০ হাজার স্টুডেন্টের চক্ষুসেবা দেওয়া হবে।
(তথ্য সূত্র সংগ্রহীত)

একটি মন্তব্য পোস্ট করুন