রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব আটক

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় অফিস থেকে রংপুর মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিব সহ তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকাল বেলা ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি'র দলীয় দফতর হতে তাদের আটক করেছে পুলিশ।
আটককৃত নেতাকর্মীরা হলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক টিমের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবু।
এর আগে সকাল বেলা বেলা সাড়ে ৯টার দিকে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সম্মুখে দলটির নেতাকর্মীদের মিছিল করার জন্য একত্রিত হন। এ সময় পুলিশ তাদের সেখান হতে চলে যেতে বললে কয়েকজন কর্মী তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করার জন্য দলীয় কার্যালয়ের ফটকের ভেতরে ঢুকে শুরুতে ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ায় কারনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে আটক করে।
আটকের সময় মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু গণমাধ্যমকর্মীদের বলেন, তাদের কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। হরতালের সমর্থনে মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে সেখান হতে পুলিশ তাদের তিনজনকে আটক করেছে।
এদিকে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, রবিবার প্রভাতকালে বিএনপি'র প্রায় চল্লিশ জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রিপারেশন নিচ্ছিলেন। পুলিশ তাদের দূরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে তার সাথে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ট্রাই করে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক ও মেম্বার সচিবসহ তিনজনকে আটক করা হয়। তারপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে কিছু ইটপাটকেল উদ্ধার করা হয়েছে।
এছাড়া শনিবার রাতেরবেলা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার নালিশ পাওয়া গেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বিএনপি গত (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছিল। সেই সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড তার সঙ্গে টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে, এইরকম অভিযোগ এনে রবিবার  (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মহাসমাবেশে পুলিশের বাধা ও নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামীও হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন