মিঠাপুকুরে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শিক্ষক সমিতির ভবন নির্মাণ,অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের কল্যাণের অর্থ বিতরণ ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়াম হল রুমে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মিঠাপুকুর উপজেলা খা এই সভার আয়োজন করেন।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের সভাপতিত্বে ,সাধারণ সম্পাদক ও শঠিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভিক্টরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং মিঠাপুকুর-৫ আসনের  সাংসদ হাবিবুন্নবী আশিকুর রহমান। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সদস্য রেহেনা আশিকুর রহমান,মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক আফছার মিয়া সহ প্রমূখ।

Post a Comment

নবীনতর পূর্বতন