মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সম্প্রতিকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ সরকারি স্থাপনা গুলোতে চুরির প্রবণতা বেড়েছে গেছে।
এলাকাবাসীরা মনে করছেন, মাদক সেবীদের কারণে চুরির প্রবণতা বেড়েছে।
মূলত, উঠতি বয়সের বখাটে যুবকেরা মাদকের টাকা জোগাড় করতেই চুরি-ডাকাতির মত কাজে জড়িয়ে পড়ছে।
চুরি থেকে বাদ পড়তেছে না, মাদ্রাসা-মসজিদসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ।
ছাড়াও, মাদকের নেশায় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মাদক কারবারীদের বিশাল সিন্ডিকেট।
মূলত মাদক কারবারীদের টার্গেট, উঠতি বয়সের তরুণ ও যুব সমাজের উপর।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর আবাসন গুচ্ছ গ্রামে ২৪টি পরিবারের মধ্যে প্রায় ১২টি পরিবারই হেরোইন, গাঁজা এবং চোলাই মদ উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
আর এ কারণে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুরে শুক্রবার, (২৬ এপ্রিল), বাদ জুম্মা মুসল্লী ও এলাকার সচেতন যুব সমাজের উদ্যোগে, মাদক ব্যবসা বন্ধে কারবারিদের সতর্ক করা হয়।
উল্লেখ্য, মাদক, চুরি-ডাকাতি, জুয়া সহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে কঠোর অবস্থানে রয়েছেন থানা পুলিশ ।
একটি মন্তব্য পোস্ট করুন