মোঃ সুজা উদ্দিনঃ
পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়নের চৌধুরী গোপালপুর গৌরসাহা বারুণী মেলা বসেছিলো।
মেলায়, মাটির তৈরি জিনিসপত্র, কাঠের তৈরি আসবাবপত্র, কসমেটিক্স,খেলনা, মিষ্টি মিষ্টান্ন দোকানপাট সহ অনেক কিছুর দোকান বসে ছিলো।
দুদিনের এই মেলায়, মানুষের ঢল নেমেছিল, সব থেকে শুরু করে, সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ কেনাকাটা করেছে মেলায় ।
এবারের এই মেলায়, কাঠের তৈরি আসবাবপত্রের দোকানে একটি খাট আকর্ষণ করেছিল মেলায় আসা দর্শনার্থীদের ।
খাটটি মূলত উন্নত কাঠের তৈরি, এবং এর নকশা করা হয়েছে আকর্ষণীয় ।
মেলায় আসা দোকানদার খাটটির মূল্য ১ লক্ষ টাকা নির্ধারণ করেছিলেন।
অনেকের পছন্দ হলে পরেও, এক লক্ষ টাকার কাছে হার মানতে হয়েছে ।
কিন্তু, হঠাৎই খাটটির ওপর নজর পড়ে মেলায় আসা দেনেশ চন্দ্র সরকার নামের এক ব্যক্তির।
খাটটি তার এতটাই ভালো লাগে, ১ লক্ষ টাকা মূল্য পরোয়া না করে । তাৎক্ষণিক কিনে নেয়।
জানাযায়, তিনি মূলত মেলায় যান একটি খাট করার জন্য, কিন্তু সঙ্গে নিয়ে যান মাত্র ২৫ হাজার টাকা ।
অর্থাৎ তিনি পঁচিশ হাজার টাকার মধ্যে একটি খাট কেনার কথা ভাবছিলেন।
কিন্তু, মেলার মধ্যে আর্কষণীয় এই খাট টি দেখার পর তার পছন্দের শীর্ষে চলে যায়।
এবং কোন চিন্তা ভাবনা না করে তিনি এই খাটটি দরদাম ঠিক করে বাসায় নিয়ে আসেন। মানুষের শখ বড়ই বিচিত্র জিনিস।
দেনেশ চন্দ্র সরকার, মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
একটি মন্তব্য পোস্ট করুন