মোঃ সুজা উদ্দিনঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের মাঠেরহাট সংলগ্ন মাদারপুর বালাপাড়া গ্রামে এক বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার রানিপুকুর ইউনিয়নের মাদারপুর বালাপাড়া গ্রামের আমিনুর রহমানের বাড়িতে বুধবার, (০৮ মে ২০২৪) রাত্রি আনুমানিক ৮ ঘটিকার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময়, দিনমজুর আমিনুর রহমানের বাড়িতে থাকার একমাত্র ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অপরদিকে আমিনুর রহমানের শিশু ছেলে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার স্টেশন জানান, মিঠাপুকুর ফায়ার স্টেশনে স্থানীয় লোকজন ফোন দিলে মিঠাপুকুর ফায়ার স্টেশনেরর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতবাড়ি টি পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন ধারনা করছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন