রংপুরে মাইকিং করে বাড়ানো হলো অটোরিকশার ভাড়া!


নিউজ ডেস্কঃ
রংপুর শহরে অটোরিকশায় উঠলেই দিতে হবে সর্বনিম্ন ১০ টাকা। রীতিমতো মাইকিং করে রংপুর সিটি করপোরেশন এলাকায় এ ঘোষণা দিচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইক জাতীয় শ্রমিক পার্টি। তাদের দাবি, সিটি করপোরেশন লাইসেন্স ও নবায়ন ফি বাড়িয়েছে, তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তবে এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী।
গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে কথা কাটাকাটির  ঘটনা ঘটছে। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি।
নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল মোড়, পৌর বাজার, বাস টার্মিনাল, পাকার মাথা, শাপলা, লালবাগ ও কদমতলী এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি অটোতে স্টিকার লাগানো হয়েছে; যেখানে লেখা ‘সর্বনিম্ন ভাড়া ১০ টাকা’। এমনকি নতুন ভাড়া কার্যকর নিয়ে নগরীতে মাইকিং করতেও দেখা গেছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। দূরত্বভেদে লাগামহীন এমন ভাড়া নির্ধারণের কারণে প্রায়ই চালকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটছে যাত্রীদের।

Post a Comment

নবীনতর পূর্বতন