মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসার, বিনাশ করে দিচ্ছে আমাদের শিক্ষাঙ্গন’- এরূপ নালিশ তুলে মাদক মুক্ত কমিউনিটির দাবিতে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী কমিটি তার সাথে এলাকাবাসী। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর মার্কেটে মধ্য কুমরপুর বাজার পরিচালনা কমিটির ব্যানারে এই মানববন্ধন সংঘটিত হয়।
মাদকমুক্ত কমিউনিটির দাবিতে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন বক্তব্য রাখেন -মধ্যকুমরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ছয়ফুর রহমান, কার্যকরি মেম্বার ফখরুল ইসলাম, আব্দুল মালেক ও ইউনিয়ন পরিষদ সদস্য হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমাদের গ্রামের প্রতিটি ঘরের সন্তান অধুনা মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদক তাদের জীবন বিনাশ করে দিচ্ছে,, সংসার ধ্বংস করে দিচ্ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য বিপদগামী সন্তানরা অঞ্চলে চুরি-ছিনতাই সহ না অপকর্মে জড়িয়ে পড়ছে। কালক্ষেপন না করে মাদকের প্রসার প্রতিহত করার জন্য হবে। ’
বক্তারা আরও বলেন, ‘এখনই মাদক নির্মুল করা না গেলে আমাদের নতুন প্রজন্ম পুরোপুরি বিনাশ যাবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় হস্তক্ষেপ প্রয়োজন। আমরা অবিলম্বে কুড়িগ্রামে পুলিশ সুপার, সদর থানা পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।’
মানববন্ধন শেষ মাদক বিরোধী মোটরসাইকেল শোডাউন করা হয়।
(তথ্য ও পিকচারের সংগ্রহীত)
একটি মন্তব্য পোস্ট করুন