দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৯) একজনের মরণ হয়েছে। নিহত রাজু মিয়া বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আফছার আলী জানান, শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে নিত্যদিনের মত আজও প্রভাতে অটোরিকশা চার্জ থেকে খোলার সময় হাত প্লাগের মধ্যে চলে যায়। সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় রাজু মিয়া।
এরপর তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজু মিয়াকে মরণ ঘোষণা করেন। এ ঘটনায় এরিয়ায় শোকের আচ্ছাদন নেমে এসেছে।
(তথ্য ও পিকচার সংগ্রহী)
একটি মন্তব্য পোস্ট করুন