মোঃ সুজা উদ্দিন
অতিসত্বর আইন পাস করে কোটা পদ্ধতিকে যৌক্তিক সংশোধন, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং প্রধানমন্ত্রীর কটাক্ষ ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মিঠাপুকুরের সর্বস্তরের সাধারন শিক্ষার্থীরা।
বুধবার, (১৭ জুলাই, ২০২৪) দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করে ওভারপাসের নিচে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার সহ একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
এদিকে, একই সময় উপজেলার বৈরাতীহাটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বৈরাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেয় ওই এলাকার সাধারন শিক্ষার্থীরা।
এসময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া আন্দোলন অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন