গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে কি কি ঘটনা ঘটেছে মিঠাপুকুরের ১১নং বড়বালা ইউনিয়নে।

মোঃ সুজা উদ্দিনঃ

ছড়ান ডিগ্রি কলেজের প্রধান ফটক 
গত ৫ আগস্ট সদ্য শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ জুড়ে ছাত্র-জনতা আনন্দ মিছিল করেন। তারই ধারাবাহিকতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নেও আনন্দ মিছিল করেন ছাত্র-জনতা। মিছিলের একপর্যায়ে ইউনিয়নের ছড়ান বাজারে দুটি আওয়ামীলীগের অফিস ও ছড়ান হাই স্কুলের মাঠে অবস্থিত চেতনা মঞ্চ ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা এবং ছড়ান বাজারের অধুরেই অবস্থিত ছড়ান ডিগ্রী কলেজের  প্রধান ফটকে থাকা মিঠাপুকুর উপজেলার সাবেক এমপি  এইচ.এন আশিকুর রহমানের ছবি ও নাম   ভাঙচুর করেন।

পরদিন ৬ আগস্ট স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছড়ান বাজারে অবস্থিত  বালিকা  বিদ্যালয় এর পূর্বের নাম  "শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়" বিদ্যালয়ের প্রধান ফটোকে লিখে দেন।
উল্লেখ্য, গত ২০২০ইং সালে প্রতিষ্ঠানটির নাম
শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়" পরিবর্তন করে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয় রাখা হয়েছিলো।
গত ৫ আগস্ট এর পর হতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছেন।
পাড়া-মহল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দির পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা, জামায়াত-শিবির ও বিএনপি'র নেতাকর্মীরা।
এছাড়া হিন্দু সম্প্রদায়ের পরিবারের খোঁজ-খবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছেন, স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মীরা।
বড়বালা ইউনিয়নে কোন হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটেনি।


Post a Comment

নবীনতর পূর্বতন