ডেস্ক নিউজঃ
রংপুরের মিঠাপুকুরে শাহনাজ পারভীন (১৩) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
সোমবার (১৯ আগষ্ট) উপজেলার হেলেঞ্চা গ্রামে মৃতার বাবার বাড়ির পাশের একটি গাছে গলায় ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের শাহাবুল মিয়ার মেয়ে শাহনাজ পারভীনের সাথে প্রতিবেশী মারুফ মিয়ার বিবাহ হয় প্রায় তিন মাস আগে। বিয়ের পর ঘর সংসারের করার একপর্যায়ে মনমালিন্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের ধারনা অভিমান করে সকাল থেকে দুপুরের মধ্যে যে কোন সময় শাহনাজ পারভীন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
সংশ্লিষ্ট বালুয়া মাসিমপুর ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই ডালিম ও ইউপি সদস্য শওকাত হোসেন জানান, সোমবার তার বাবার বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিয়োগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।
তথ্য সূত্র - মিঠাপুকুর ২৪ নিউজ
একটি মন্তব্য পোস্ট করুন