ছড়ান নিউজ২৪ ডেস্কঃ
রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলার নামে লটারির ফাঁদে পড়ে স্থানীয় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাসব্যাপী চলা এ মেলায় প্রতিদিন প্রবেশ টিকেটে র্যাফল ড্র'র নামে চলছে লটারি বাণিজ্য। এ টিকিট মাইকিং করে বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে।
প্রতিদিন জেলার প্রত্যেকটি উপজেলার আনাচে কানাচে পুরস্কারের প্রলোভন দেখিয়ে বেআইনি ভাবে অটোরিকশায় করে প্রবেশ টিকেটের নামে বিক্রি করা হচ্ছে এই জুয়ার টিকেট। আর এই পুরস্কারের লোভে টিকেট কিনে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিং করে এই জুয়ার টিকেট বিক্রি হলেও রহস্যময় কারণে প্রশাসন নির্বিকার।
মেলার নামে লটারি বাণিজ্য বন্ধের দাবিতে ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় গণমিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে, অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছেনা।
ইতি মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেলার নামে লটারি বাণিজ্য বন্ধের দাবিতে অনেকেই বিভিন্ন প্রতিবাদ মুলক পোস্ট করেছেন।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও এনিয়ে সংবাদ প্রচার হয়েছে।
এতকিছুর পরও মেলার নামে লটারি বাণিজ্য বন্ধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
সচেতন মহল, দাবি করতেছেন এবং আশাবাদী মেলার নামে লটারি বাণিজ্য বন্ধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন