বিস্মিত রওশন এরশাদ বললেন আমি কিছুই জানিনা


জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) উত্তম পৃষ্ঠপোষক রওশন নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে এমন ১টি ‘প্রেস বিজ্ঞপ্তি’ ছড়িয়ে পড়ে।


এনিয়ে দিনভর দলটিতে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া ও উত্তাপ ছড়ায়। জাপার বনভূমি কার্যালয়ে থাকা নেতা-কর্মীরা তাৎক্ষনিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশও করেন। এরমধ্যেই রওশন নিজেই বিস্ময় প্রকাশের পাশাপাশি সরাসরি জানিয়ে দেন, এ ধরনের প্রেস প্রজ্ঞাপনের বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি প্রেস প্রজ্ঞাপন কারা দিয়েছে, সেটিও জানতে চেয়েছেন তিনি।


জাপার ভেতরে-বাইরে উত্তাপের একসাথে কথিত সংবাদটি নিয়ে সোশাল যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে নানামুখী আলোচনা-বিতর্ক।

Post a Comment

নবীনতর পূর্বতন