রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ




রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অধিবেশন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২৩ আগস্ট) প্রভাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এরিয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফোরকান উদ্দিনকে শহীদ করা, ধর্মীয় অধকারের উপর উলঙ্গ হস্তক্ষেপ, সংবিধানে কথিত অধিকার বাস্তবায়নে বাধা দান, পুলিশ গুলি চালিয়ে অসংখ্য ভাইকে আহত ও গ্রেফতার করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।



বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। এতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। 

পরে এক সংক্ষিপ্ত মিটিংয়ে ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, আজকাল রাষ্ট্রশাসক বিভাগ মানুষের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে। আল্লামা সাঈদীর জানাজায় আগত লাখো জনতার ওপর পুলিশের গুলি ও বোমা বর্ষণ জাতিকে কেবল হতবাকই করেনি, স্তম্ভিত করেছে।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী দুঃশাসন আজ সাধারণ মানুষের ভোট ও ভাতের দখল হরণ করে হত্যা ও জুলুমের রাস্তা বেছে নিয়েছে। তিনি আগামীতে কেয়ারটেকার  অধীনে অবাধ ও সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রশাসক বিভাগ প্রতিষ্ঠা করে এ জুলুমের অবসান ঘটানো হবে জানিয়ে সবাইকে আন্দোলনে শরিক হবার আহবান জানান।


সূত্র - নয়া দিগন্ত

Post a Comment

নবীনতর পূর্বতন