জয়পুরহাটে ছাত্রাবাসের আড়ালে গাঁজার ব্যবসা, র্যাবের অভিযানে ১৫০ কেজি গাঁজা সহ ২ জন আটক।



ছাত্রাবাসের আড়ালে গাঁজার গোডাউন, র্যাবের অভিযানে জয়পুরহাটের সদর থানার চিত্রাপাড়া এলাকার ছাত্রাবাসের একটি রুম থেকে ১৫০ কেজি গাঁজাসহ মোঃ সাব্বির হোসেন (৩০) ও মোঃ রতন মন্ডল (৩২) কে আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার চিত্রাপাড়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন একই গ্রামের মৃত খলিল মন্ডলের পোলা রতন মন্ডল।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, কাম্প হতে জানান, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত এজেন্সি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার সদর থানধীন পৌরসভার ৫ নং শব্দের চিত্রাপাড়া অন্তর্ভুক্ত তামিম ছাত্রাবাসের ১টি তালাবদ্ধ রুমের ভিতর হতে বুধবার পূর্ব রাত  আড়াই টার দিকে ১৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
র‍্যাব আরো জানান, আটককৃতরা জব্দকৃত গাঁজা নানারকম এরিয়া থেকে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে অবহেলা দিয়ে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের নানারকম এলাকা থেকে গাঁজা কালেক্ট করে জয়পুরহাট,নওগাঁ ও দিনাজপুরসহ উত্তরবঙ্গের নানারকম এরিয়ায় ক্ষুদ্র মাদক ব্যাবসায়ীর নিকট গাঁজা বিক্রয় করে আসছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ২০১৮ বছরের মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিধান অনুসারে মামলা দায়ের পূর্বক বুধবার  হাজতে প্রেরণ করা হয়েছে।
(তথ্য ও ফটো সংগ্রহীত

Post a Comment

নবীনতর পূর্বতন