নওগাঁর সাপাহার উপজেলাধীন ভারতীয় সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়ন এর ওপর দিয়ে প্রবাহমান পুনর্ভবা নদীতে ভাঙ্গনের তৈরি হওয়ায় নদীর কিনারে বসবাসকারী বলদিয়াঘাট গ্রামের প্রায় ৫শ’ পরিজন এখন হুমকীর মুখে।
এই পরিস্থিতি হতে খালাস পেতে দ্রুত সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারগুলো।
স্থানিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকাবাসীর দেয়া ইনফরমেশন মতে সরেজমিনে মঙ্গলবার পুনর্ভবা প্রবাহিনী এরিয়ায় গিয়ে দেখা যায় বলদিয়াঘাটের ব্রীজের উত্তর দিকে নদীর পশ্চীম পাড়ে ভাঙ্গনের তৈরি হয় এতে প্রায় ৫শ মিটার এলাকা ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গেছে সমাপ্তি মধ্যেই। বর্তমানে ঐ এরিয়া জুড়ে বসবাসকারী প্রায় ৫শ’ পরিবার তাদের পরিবার পরিজনদের নিয়ে নিরাশা ও আতংক গ্রস্থ অবস্থায় বসবাস করার জন্য লক্ষ্য যায়।
স্থানিয় আঃ হাকিম বলেন, নদীর পানি কমতে চালু করায় সহসা করে প্রবাহিনী ভাঙ্গন চালু হয়। প্রায় শত বছর ধরে প্রবাহিনী পাড়ে আমার পূর্ব পুরুষ সহ আমরা বসবাস করে আসলেও অতীতে এধরণের ভাঙ্গন আমরা দেখিনি। অকস্মাৎ করে এবারে তরঙ্গিণী ভাঙ্গন চালু হওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। ভাঙ্গনের তীব্রতা এত বেশী যে আর এক দফা ভাঙ্গন আরম্ভ হলেই পুনর্ভবা প্রবাহিনী পাড়ে বসবাসকারী বলদিয়াঘাট গ্রামের প্রায় ৫শ’ বসতবাড়ী নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
নদী পাড়ে বসবাসকারী মোখলেছুর রহমান, ইয়ামীন আলী ও পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, যে বলদিয়া ঘাট ব্রীজের জবাব পাশের নদীর পশ্চিম পাড়ে প্রায় সাড়ে পাঁচশ’ মিটার অঞ্চল ভাঙ্গনের ফলে প্রায় ৫শতাধিক পরিজন অধুনা হুমকীর মুখে। কিন্তু আমরা বলদিয়াঘাট ব্রীজের দক্ষিন দিকের ভাঙ্গন ঠেকাতে নওগাঁ জল উন্নয়ন বোর্ডে আবেদন করলে ঐ ভাঙ্গন রোধে তটিনী থেকে বালু উত্তোলন করে ডাম্পিং ও স্লিপিং এর জন্য পানি উন্নয় বোর্ড থেকে প্রায় ৩ হাজার জিও ব্যাগ বরাদ্দ পেয়েছি। অচিরেই সে অঞ্চলে ভাঙ্গন রোধে কার্যক্রম আরম্ভ করা হবে। কিন্তু হঠাৎ করে ব্রীজের উত্তর দিকে তরঙ্গিণী ভাঙ্গন শুরু হওয়ায় সকলেই এখন চরম আতংকের মধ্যে রয়েছে।
এসময় আরো বলেন, ভাঙ্গন রোধে ইতোমধ্যেই চেয়ারম্যান বলদিয়াঘাট এলাকাবাসীদের সাথে নিয়ে রাষ্ট্রের জল টাকাকড়ি মন্ত্রনালয়ে অ্যাপ্লাই পাতা দাখিল করেছেন। সম্প্রতি চেয়াম্যান ও গ্রামবাসী জরুরী ভিত্তিতে বলদিয়াঘাট অঞ্চলে পুনর্ভবা দরিয়া ভাঙ্গন রোধে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি।
(তথ্য ও পিকচার সংগ্রহীত

একটি মন্তব্য পোস্ট করুন