উত্তরবাংলা ২৪বিডি ডেস্ক:
পঞ্চগড়ের আটোয়ারীতে ‘জিনের বাদশা’ আটক হয়ে গিয়েছে । জিনের বাদশা সেজে প্রতারণার সাহায্যে নিয়তি ফেরাতে চেয়েছিলেন গাইবান্দা জেলার গবিন্দগঞ্জ থানার মীরপুর নরেঙ্গাবাদ গ্রামের মহির উদ্দনের পুত্র এনামুল শেখ। ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিয়েছেন। অথচ প্রতারণা শিকার ব্যক্তির মামলার কারণে শেষ রক্ষা হচ্ছে না তার।জিনের বাদশা নামের প্রতারকে পুলিশের জালে ধরা পড়ে কারাগারে ঠাঁই হচ্ছে তার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালবেলা গাইবান্দা জেলার গবিন্দগঞ্জ থানার মীরপুর নরেঙ্গাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৩ সেপ্টম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আটোয়ারী থানার ভারপ্রপ্ত অফিসার সোয়েল রানা । গ্রেফতারকৃত হলেন- গাইবান্দা জেলার গবিন্দগঞ্জ উপজেলার মীরপুর নরেঙ্গাবাদ গ্রামের মহির উদ্দনের পুত্র এনামুল শেখ।
(তথ্য ও ছবি সংগ্রহীত)
একটি মন্তব্য পোস্ট করুন