উত্তর বাংলা ২৪বিডি ডেস্ক
রংপুরে নিত্য মুল্যবান পণ্যের ভ্যালু সহনীয় অবস্থায় রাখতে কর্তৃক নির্ধারিত উপকারভোগী ফেমেলির মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর'২৩ মাসের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি'র (মসুর ডাল ও সয়াবিন তেল) সঙ্গে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার নানারকম কর্মকর্তারা ।
উল্লেখ্য, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ০৩ টি পৌরসভা ও ০৮টি থানার সর্বমোট উপকারভোগী পরিমান ২,৮৫,৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল ০২ কেজি, সয়াবিন তেল ০২ লিটার এবং চাল ০৫ কেজি করে বাজেট পাবেন। ভোক্তা ভ্যালু প্রতি কেজি/লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা প্রাইস ৪৭০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন