নিজস্ব প্রতিনিধি,মোঃ আখলাক মিয়াঃ
রংপুরের মিঠাপুকুর উপজেল পরিষদ প্রাঙ্গনে ১হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় রিলেটেড সংসদীয় স্থায়ী কার্যনির্বাহক সমিতি সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৩ - রংপুর - ৫( মিঠাপুকুর ) জনাব,এইচ এন আশিকুর রহমান।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে থানা প্রশাসনের অ্যারেঞ্জমেন্টে ভিত্তি কঙ্কর ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উত্তম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুরের সংসদ জনাব এইচ এন আশিকুর রহমান। আলোচনা সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার ও প্রকৌশল কর্মকর্তা আক্তারুজ্জামান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ,চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম টুটুল সহ প্রমূখ।
কাম মাল্টিপারপাস অডিটোরিয়াম আরম্ভ হলে ওখান নানাবিধ অনুষ্ঠান ও সেমিনার পক্ষান্তরে রাজনৈতিক নানাবিধ প্রোগাম অনুষ্ঠিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন