কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের তীর সুরক্ষায় ভাঙ্গনরোধ প্রকল্প এরিয়া পরিভ্রমণ করেছেন বাংলাদেশ পানি ধনদৌলত মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শনিবার দুপুরে হতে তিনি উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর থানায় ব্রহ্মপুত্রের ডানতীর ও বামতীর প্রকল্প এলাকা পরিভ্রমণ করেন।
এসময় জল টাকাকড়ি মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, কুড়িগ্রামে ৪টি প্রকল্পের আওতায় ৫৭ কিলোমিটারব্যাপী নদ-নদীর ধার সুরক্ষা কার্যক্রম নেয়া হচ্ছে। দেশের মধ্যে এই কুড়িগ্রাম জেলায় রাষ্ট্রশাসক গোষ্ঠী ৪টি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। যা অন্য কোন জেলায় নেই। এই সৈকত রক্ষা ছাড়াও তরঙ্গিণী তীরে বাঁধ নিমার্ণ করা হচ্ছে, চাই অনুযায়ী নদীগুলোতে ড্রেজিং করা হচ্ছে। আধুনিক টাইমে ব্যপক বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো তাৎক্ষনিকভাবে মেরামতের অ্যারেঞ্জমেন্ট নেয়া হয়েছে। জনগণের কষ্ট লাঘবে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে দেন তিনি। এছাড়া বামনী খালের সম্পন্ন মাথায় অনন্তপুর এলাকায় ৬ ভেন্টের ১টি রেগুলেটর নির্মাণের জন্য দ্রুত জমি অধিগ্রহণ করা হবে বলেও জানিয়ে দেন তিনি।
পানি মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান শনিবার দুপুরবেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এরিয়ায় ব্রহ্মপুত্রের ডানতীর ভাঙ্গনরোধ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্প এরিয়া পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন। এসময় বাংলাদেশ পানি উন্নতি বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ প্রকৌশরী মাহাবুবর রহমান, রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রাম জল উন্নতি বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
পরে সচিব নাজমুল আহসান চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ব্রহ্মপুত্রের বামতীর ও ডানতীর সুরক্ষা কাজ পরিভ্রমণ করেন। এসময় প্রকল্প অঞ্চলে নদীর তীরে উদ্ভিদের চারা রোপন করেন তিনি।
তথ ও ছবি সংগ্রহীত

একটি মন্তব্য পোস্ট করুন