বিদায় নিলো আশ্বিন মাস,কার্তিকের আগমনীতে উত্তরাঞ্চলে শীতের আমেজ

আবহাওয়া ডেস্কঃ

এক দিকে বিদায় নিলো আশ্বিন মাস। অন্য দিকে কার্তিক মাসের  আগমনীতে উত্তরের দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। 

হিমালয়ের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে রাত থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ শুরু হয়েছে। ঘাসের ডগায় শিশির বিন্দু। আমার পা স্পর্শে ঠান্ডা। ভোরের সূর্যোদয়ের উষ্ণ রোদ আর সবুজ ঘাসের পাতায় শিশির ঝরে পড়া বলে দেয় শীত এসেছে।

শনিবার (১৪ অক্টোবর) ভোরে অনেক জায়গায় কুয়াশাচ্ছন্ন ছিল। নতুন বীজের অঙ্কুরোদগমকারী চারাগুলি ক্ষেতের বাইরে তাদের মাথা খোঁচাচ্ছে। শিশিরবিন্দু তার উপর মৃদু শীতলতা ছড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, সকালে খুব কুয়াশা ছিল। এখন রাতে আর ফুল স্পিডে ফ্যান চলবে না। রাতে শরীর একটি পাতলা কম্বলে আবৃত করতে হবে। শীতকাল থাকে ভোর পর্যন্ত। কিন্তু ঘন কুয়াশা আর কড়া শীত আসছে।

শীতের আগের দিন সবজি আবাদে ব্যস্ত কৃষকরা। এই এলাকায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি যেমন মুলা, ফুলকপি, বাঁধাকপি, মটরশুটি, লাউ, টমেটো, লাল বাঁধাকপি ইত্যাদি জন্মে।

এই অঞ্চলের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সামি উজ জামান বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমন ঘটছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।


Post a Comment

নবীনতর পূর্বতন