ইন্ডিয়া বিশ্বকাপে ধর্মশালার গ্যালারিতে তামিম ইকবাল

খেলা ডেস্ক:

ইন্ডিয়া বিশ্বকাপে না থেকেও ধর্মশালার গ্যালারিতে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের খেলা-ধুলা দেখতে আসা সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো ১টি ব্যানার নিয়ে উপস্থিত হন গ্যালারিতে। তাতে লেখা, ‘আমরা তোমাকে কোনো সময়েই ভুলব না।

ইগার সমর্থকরা। ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি দেখার জন্য বাংলাদেশ হতে প্রচুর সাপোর্টার গেছেন ভারতে। গ্যালারিতে উপস্থিত হওয়া সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো ১টি ব্যানার নিয়ে উপস্থিত হন। সেই ব্যানারে তামিমের ফটোর সাইডে লেখা আছে- ‘তামিম উই  নেভার ফরগিভ ইউ’ যার অর্থ- তামিম আমরা তোমাকে  ভুলব না। জাতীয় টিমের হয়ে ১৭ বছর খেলেছেন তামিম ইকবাল। টিম হতে বাদ পড়ার পর ফেসবুক লাইভে তামিম বলেছিলেন, ‘আমাকে সকলেই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’ প্রসঙ্গত, তামিম ইকবাল দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির মাধ্যমে সর্বাপেক্ষা বেশি ১৫ হাজার ২৪৯ রান করেছেন। দেশের অগণিত ম্যাচ জয়ে তার ভূমিকা রয়েছে। কিন্তু বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি এবারের বিশ্বকাপের মতো তাৎপর্যপূর্ণ টুর্নামেন্টে।

Post a Comment

নবীনতর পূর্বতন