উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
কুড়িগ্রামে প্রাক্তন কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি মোড় এরিয়া হতে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির টাইম এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। এসময় অপর ২ মাদক ব্যবসায়ী আকাশ ও বারুদ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খোজ-খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও ওই স্থান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান।
গত এক সপ্তাহ ধরে মাদকের বিপক্ষে এক উদ্দেশ্যে দলবদ্ধ ঘোষণা করেছে পুরাতন স্টেশনসহ জলিল বিড়ি মোড় এলাকার সচেতন অভিভাবক ও প্রতিবাদী যুবকরা। যুব সমাজকে রক্ষায় যে কোন মূল্যে মাদক নির্মূলের ঘোষণা দেয় তারা। তাদের সচেতন ভূমিকার জন্য মাদককারবারীদের ধরে আদালতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধান ২০১৮ বর্ষের ৯(১)গ নীতি অনুসারে কুড়িগ্রাম পৌরসভার ১ নং শব্দের প্রাক্তন কাউন্সিলর মো. নজরুল দুখু মিয়া (৫০)কে ৩০দিনের কারাদন্ডসহ নগদ ১০০ টাকা জরিমানা ও মো. বাবু মিয়া (৩৮)কে ৭দিনের কারাদন্ডসহ ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম দুখু কুড়িগ্রাম সিটি কর্পোরেশনের ১নং শব্দের প্রাক্তন কাউন্সিলর এবং বাবু মিয়া কুড়িগ্রাম সিটি কর্পোরেশনের চর কুড়িগ্রাম এলাকার আবুল হোসেনের পুত্র।
আদালতের বিচার কাজে হেল্প করেন বেঞ্চ সহকারী সোলায়মান আলী ও কুড়িগ্রাম সদর ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম।
পুরাতন স্টেশন এলাকার যুবক মামুন ও আনিছুর রহমান শান্ত বলেন, বেপরোয়া মাদক বিজনেসের কারণে আমাদের এলাকার যুবকরা বিনাশের দ্বারপ্রান্তে। আমরা এলাকাবাসী সকলেই একজোট হয়েছি যেকোনো মূল্যে মাদক উচ্ছেদ চেষ্টা করবো। আশাকরি প্রশাসন আমাদের এভাবে সহযোগিতা করবে।
এ ব্যপারে কুড়িগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ মাসুদুর রহমান বলেন, মাদকের বিপক্ষে আমার অবস্থান জিরো টলারেন্স। এলাকাবাসী এভাবে এগিয়ে প্রকৃতপক্ষে মাদক নির্মূল করা পসিবল হবে।
(তথ্য সূত্র সংগ্রহীত)

একটি মন্তব্য পোস্ট করুন