মহাসমাবেশ নয়াপল্টনেই করবো: রুহুল কবির রিজভী

উত্তর বাংলা ২৪বিডি ডেস্ক:


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা নয়াপল্টনেই মহাসমাবেশ করবো। এটি আমাদের ঐতিহ্য। বুধবার (২৫ অক্টোবর) দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সমাবেশস্থ্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীদের আটকের ব্যপারে আলাপকালে রিজভী বলেন, দেশে কোর্ট আছে, বিচারকদের বসার ব্যাবস্থা আছে, আইনজীবীদের বসার ব্যাবস্থা আছে। তা সত্ত্বেও ডিসিশন দেয়ার ক্ষমতা একমাত্র শেখ হাসিনারই আছে, উনি যা বলবেন তাই আইন।

এর আগে এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক্সট্রা পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পারমিশন যেখানে দেয়া হবে সেখানেই করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন