নবীজির পবিত্র রওজা জিয়ারতে মুসল্লিদের নতুন নির্দেশনা সৌদি আরবের

ধর্ম ডেস্কঃ

পবিত্র  মদিনায় অবস্থিত নবীজি (স.) পবিত্র রওজা শরিফ আল রাওদা আল শরিফা জিয়ারতে মুসল্লিদের নানারকম দিক নির্দেশনা দিয়েছে সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যপারে এক বিবৃতি জারি করেছে। খবর গালফ নিউজ।

বুধবার (৪ অক্টোবর) জারি করা ওই উক্তিতে বলা হয়, নবীজির রওজা শরিফ আল রাওদা আল শরিফায় যেসব মহিলা পুরুষ প্রবেশ করবেন তাদের অবশ্যই উচ্চকণ্ঠে কথা বলা হতে বিরত থাকতে হবে। এছাড়াও নিজেদের ভিতরে কর্থাবর্তা যতদূর পসিবল নিচু স্বরে বলতে হবে। রওজা জিয়ারতের টাইম পিকচার তোলা, ভিডিও না করার পাশাপাশি সাথে কোনো খাদ্য না রাখতেও জানানো হয়েছে। একইসঙ্গে কোনো মুসল্লিকে সুনির্দিষ্ট টাইম ব্যতীত অতিরিক্ত সময় না থাকার অনুরোধ করা হয়েছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ হতে লাখ লাখ মুসলিম ওমরাহর পালনের উদ্দেশে পবিত্র  সৌদি আরবের মক্কায় আসেন। এ টাইম তারা ওমরাহ পালনের পাশাপাশি নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যান।

এবছর ২৯ জুন ঈদুল আজহা সমাপ্ত হয়। এরপরই আরম্ভ হয় ওমরাহ মৌসুম। এই ঋতু থাকবে আগামী বর্ষের ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত।

চলতি মৌসুমে ওমরাহ করার জন্য বিশ্বের নানারকম দেশ হতে ১ কোটি মহিলা ও পুরুষ যাত্রী মক্কায় আসবেন বলে আশা করছে সৌদি।

(তথ্য সূত্র সংগ্রহীত)

Post a Comment

নবীনতর পূর্বতন