মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ

অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে রংপুরে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।

রবিবার (৮ অক্টোবর) রাত্রিতে কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।
আহ্বায়ক কমিটিতে আফসার মিয়াকে আহ্বায়ক ও রাশেক রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৬৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এই কমিটিতে রয়েছেন।
মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন  করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

(তথ্য সূত্র 'কালবেলা)

Post a Comment

নবীনতর পূর্বতন