উত্তর বাংলা ২৪বিডি ডেস্কঃ
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় তিস্তা নদীর বন্যার পানিতে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ। যা স্থানীয় মার্কেটে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) থানার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি শিকার করেন চাষি মোহসিন আলী। উনি ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইন্ডিয়ার সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ ভাগে বন্যা দেখা দেয়। বুধবার রাত্রিতে তিস্তা পাড় বন্যায় প্লাবিত হয়। পরদিন সকাল বেলা হতেই বানের পানি নেমে যায়। ডুবে থাকা চরাঞ্চলের ছোট ছোট খাল গর্তের মধ্যে আটকা পড়ে বেশ কয়েকটি মাছ। স্থানীয়রা এসব মাছ ধরে বাজারে বিক্রি করেন।
উত্তর ডাউয়াবাড়ি চরের চাষি মোহসিন আলীর ভূমির গর্তে এমনই এক বাঘাইড় মাছ আটকা পড়ে। বাড়ির সকলেই মিলে মাছটি ধরে। মুহূর্তে সংবাদ ছড়িয়ে পাঠ করলে স্থানীয় ডাউয়াবাড়ি বাজারের লোকজন সম্মিলিতভাবে মাছটি ৭০ হাজার টাকায় ক্রয় করে নেন। মাছটি দেখতে হাজারো জনতা ভিড় জমায় ডাউয়াবাড়ি বাজারে।
এভাবেই চরাঞ্চলের বাজারগুলোতে শোভা পাচ্ছে বৃহৎ বিশাল বিভিন্ন প্রজাতির মাছ। অধিকাংশই জীবনের প্রথম এত সুবিশাল মাছ দেখে অভিভূত।
চাষী মোহসিন আলী জানান, জীবনে ১ম এত সুবিশাল মাছ ধরতে পেরে বেশ আনন্দই লাগছে। নদীপাড়ে বসবাস করলেও এত বৃহৎ মাছ ধরার সৌভাগ্য হয়নি। পানি হ্রাস পায় গেলে মাছটি গর্তের নগণ্য পানিতে আটকা পড়ে। সকলেই মিলে ধরেছি। ওজন ৭২ কেজি। স্থানীয়দের কাছেই ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আজহারুল ইসলাম আতিক বলেন, ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে শুনে ডাউয়াবাড়ি বাজারে হাজারো লোক ভিড় করছে। স্থানীয়রা মাছটি ৭০ হাজার টাকায় ক্রয় করে নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন