নিজস্ব প্রতিনিধি,মোঃ আখলাক মিয়া:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কেশবপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার, (৫ অক্টোবর, ২০২৩ ইং), অত্যন্ত উৎসাহের সাথে শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে।
শিক্ষক দিবস উদযাপনের জন্য শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে জড়ো হন। ফুল, ব্যানার, দিয়ে সুন্দর করে সাজানো হয় হল রুম । শিক্ষার্থীরা শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে উষ্ণ অভ্যর্থনা জানান।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কিছু শিক্ষার্থী ছোট ছোট বক্তৃতা দিয়ে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে, প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অনেক শিক্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ।
সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন